The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

৬ বছর পর সুইডিশ জিম্মিকে মুক্তি দিয়েছে আল-কায়েদা

গুস্টাফস্সনকে উত্তর মালির টিমবকটু শহর হতে ২০১১ সালের নভেম্বর মাসে আটক করেছিল আল-কায়েদা জঙ্গীরা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৬ বছর পর সুইডিশ জিম্মিকে মুক্তি দিয়েছে আল-কায়েদা। ২০১১ সালে মালি হতে আল-কায়দার হাতে আটক করা হয় ৪২ বছর বয়সী সুইডিশ নাগরিক জোহান গুস্টাফস্সনকে।

৬ বছর পর সুইডিশ জিম্মিকে মুক্তি দিয়েছে আল-কায়েদা 1

২০১১ সাল হতে বিগত এই ৬ বছর তিনি আটক ছিলেন আল-কায়েদার হাতে। তাকে এই দীর্ঘ ৬ বছর পর ছেড়ে দেওয়া হয়েছে বলে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম এক বিবৃতিতে বলেছেন, গুস্টাফস্সনকে আফ্রিকা হতে সুইডেনে নিয়ে আসা হয়েছে।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা ঘোষণা করতে খুবই আনন্দিত লাগছে যে গুস্টাফস্সনকে মুক্তি দেওয়া হয়েছে। তাকে আমরা ফিরিয়ে এনেছি।

গুস্টাফস্সনকে উত্তর মালির টিমবকটু শহর হতে ২০১১ সালের নভেম্বর মাসে আটক করেছিল আল-কায়েদা জঙ্গীরা। সেময় তার সঙ্গে ছিল দক্ষিণ আফ্রিকান স্টিফেন ম্যাকগোয়ান এবং ডাচ সজ্যাক রিজকে। বিবিসির খবরে এই তথ্য দেওয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...