দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেছেন যে, ‘উত্তর কোরিয়ার শাসকদের সঙ্গে কৌশলগত ধৈর্য্যের যুগ ব্যর্থ হয়েছে’। তাই তাদের থামাতে এখন কঠিন পথ বেছে নিতে হবে।
বিবিসি’র খবরে বলা হয়, গত শুক্রবার সফররত দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের পর উত্তর কোরিয়াকে সতর্ক করে ট্রাম্প এমন কথা বলেছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা উভয়েই বেপরোয়া এবং নির্দয় একটি শাসনব্যবস্থার হুমকি মোকাবিলা করছি’। উত্তর কোরিয়াকে ‘দ্রুত, একটি ভালো পথ’ বেছে নেওয়ারও আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ওয়াশিংটন এখন দক্ষিণ কোরিয়া, জাপান এবং বিশ্বের সব অঞ্চলের মিত্রদের নিয়ে তাদের ও আমাদের নাগরিকদের কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ব্যবস্থাকে উত্তর কোরিয়া নামক বিপদের হাত হতে রক্ষায় কাজ করছে’।
অপরদিকে মুন জানান, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আলোচনাতেও উত্তর কোরিয়া সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর ‘শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাই সত্যিকারের শান্তি আনতে পারে’ বলে মন্তব্য করেছেন তিনি।