দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে প্রযুক্তি এতোটাই হাতের নাগালে যে দিন-রাত ২৪ ঘণ্টায় মানুষ এইসব প্রযুক্তির মধ্যে ডুবে থাকছে। কিন্তু এক নাগাড়ে প্রযু্ক্তির ব্যবহার নানা সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন সারাদিন অতিরিক্ত স্মার্টফোন ঘাটাঘাটির কারণে ‘পিঙ্ক’ রোগ হতে পারে!
বর্তমান সময়ে ঘরে ঘরে হাতের মুঠোয় সব সময় থাকে স্মার্টফোন। সুযোগ পেলেই দেখে নেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক আপডেটসহ সব কিছু। কখনও ইউটিউবে চোখ, কখনও এমনিই ঘেটে যাচ্ছে স্মার্টফোন। আজকাল এই ধরণের অভ্যাসে পরিণত হয়েছে সবাই। আপনি জানেন কি? এই স্মার্টফোন হতে ছড়াচ্ছে এমন এক রোগ, যা হতে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার!
মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমনই এক তথ্য। সেই তথ্যে দেখা যায়, দেশে-বিদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে দেখা দিচ্ছে এক আজব রোগ। অতিরিক্ত ফোন ব্যবহার করার কারণে হাতের আঙুল দিন দিন বেঁকে যাচ্ছে। চিকিৎসকরা বলেছেন, এই রোগের নাম ‘পিঙ্ক’ রোগ।
চিকিৎসকরা জানিয়েছেন, আজকাল বেশিরভাগ মানুষের হাতে বড় মাপের মোবাইল দেখা যায়। তাই অন্য কোথায় ফোন না রেখে হাতের মধ্যেই বেশিরভাগ মানুষ ফোন রাখেন। সে কারণে বিপত্তি দেখা দিচ্ছে, বেঁকে যাচ্ছে মানুষের হাতের আঙুল।
চিকিৎসকদের ভাষায়, এই ধরণের রোগ বেশিমাত্রায় দেখা যাচ্ছে ইয়ং জেনারেশনদের মধ্যে। বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিতে আসছেন। তবে ভয়ের একটা কারণ হলো, এই রোগের কোনও ওষুধ নেই। মূলত ব্যায়ামই এক্ষেত্রে নিরাময়ের একমাত্র উপায়। এ থেকে মুক্তির পথ হিসেবে ফোন ব্যবহারের মাত্রা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।