The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঘরের মধ্যে ১২ বছর ধরে মৌচাক নিয়ে বসবাস! [ভিডিও]

চীনের গুনাংনানের অধিবাসী ওংফ লির বসতবাড়িতে রয়েছে এই মৌচাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আশেপাশে মৌচাক দেখলে অনেকেই আমরা মৌমাছির কামড় খাওয়ার ভয়ে আঁতকে উঠি। কিন্তু চীনে পাওয়া গেছে এমন এক পরিবার যেটি প্রায় ১২ বছর ধরে ঘরের মধ্যে একটি মৌচাক নিয়ে বসবাস করছে।


চীনের গুনাংনানের অধিবাসী ওংফ লির বসতবাড়িতে রয়েছে এই মৌচাক। তিনি জানান, একদিন হঠাৎ করেই কিছু মৌমাছি এসে ঘরের আসবাবপত্রের সাথে মৌচাক তৈরি করতে শুরু করে। সেই দিন বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। তাই মৌমাছির আগমনকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করে তিনি মৌচাকটিকে নষ্ট করেননি।

সেই সময় থেকে মৌচাকটি তার ঘরেই থেকে যায়। এটি ঘরে থাকার জন্য বেশ লাভবানও হন লি। প্রতিবছর মৌচাকটি থেকে তিনি প্রায় ১৫ কেজি করে মধু পান, যা বিক্রী করে তিনি আয় করেন প্রায় ৪৫০ ডলার।

তবে এই দীর্ঘ সময় ধরে মৌচাকটি ঘরে থাকার কারণে লি’র পরিবারকে কতো বার মৌমাছির কামড় খেতে হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: www.odditycentral.com

দেখুন ভিডিওটি

Loading...