দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাদেশ এখন ভুগছে চিকুনগুনিয়ার আতঙ্কে। রোগটির কারণে পরবর্তীতে কোনো শারীরিক সমস্যা হতে পারে কিনা, এ প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। এই বিষয়ের উপর কিছু তথ্য দেওয়া হল আজ।
এডিস মশাবাহিত চিকনগুনিয়া ভাইরাসের সংক্রমণের ফল সাময়িকভাবে জ্বর, মাথাব্যথা ও অস্থিসন্ধিতে ব্যথাসহ আরও কিছু সমস্যা দেখা দিতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল না হলে একজন ব্যক্তি চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার কয়েক সপ্তাহ পরই সুস্থ হয়ে ওঠে। তবে কিছু ব্যক্তির শরীরের উপর চিকুনগুনিয়ার দীর্ঘস্থায়ী কিছু প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে যেসব প্রভাব পড়তে পারে সেগুলি উল্লেখ করা হল-
- চিকুনগুনিয়া হলে অনেকে দীর্ঘ সময় ধরে অস্থিসন্ধির ব্যথায় ভুগতে পারেন। সাধারণত বয়স্ক ব্যক্তিদের এই সমস্যা বেশি হয়ে থাকে। এই ব্যথার কারণে অনেকে চিকুনগুনিয়া হওয়ার ১৫-১৮ মাস পরেও স্বাভাবিকভাবে দৈনন্দিক কাজ করতে পারে না।
- চিকুনগুনিয়ার কারণে পরবর্তীতে রিউমাটয়েড আর্থরাইটিসের মতো অস্থিসন্ধির রোগ হতে পারে। এছাড়া কারো যদি ক্রনিক ইনফ্লামেটরি রিউমাটিজম থাকে তাহলে চিকুনগুনিয়ার কারণে সমস্যাটি আরো বেড়ে যেতে পারে।
- চিকুনগুনিয়ার প্রভাবের কারণে কিছু ব্যক্তি বিষণ্নতায় ভুগতে পারেন। চিকুনগুনিয়ার প্রাথমিক সমস্যাগুলি কেটে যাওয়ার দীর্ঘ সময় পরও বিষণ্নতা থেকে যেতে পারে।
- কিছু কিছু চিকুনগুনিয়ায় আক্রান্ত ব্যক্তির শরীরে পরবর্তীতে পেইন কিলার কার্যকরভাবে কাজ করে না। ফলে তাদের ব্যথার মাত্রা বৃদ্ধি পায় এবং তা সারতে বেশি সময়ের প্রয়োজন হয়।
চিকুনগুনিয়া রোগ সম্পর্কে আরও জানতে পড়ুন- “চিকুনগুনিয়া: এই রোগ সম্পর্কে যা জানা দরকার”