The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অ্যাঞ্জেলিনা জোলি সম্পর্কে কিছু অজানা তথ্য

১৪ বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥  বহু বছর ধরে গ্ল্যামার আর অসাধারণ অভিনয় দক্ষতা  দিয়ে সারা পৃধিবীর সিনেমা প্রেমীদের মন্ত্রমুগ্ধ করে রেছেছেন তিনি। সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই অভিনেত্রী সম্পর্কে আজ থাকছে কিছু বিশেষ তথ্য।

  • মাত্র ১১  বছর বয়সে মায়ের অনুপ্রেরণায় জোলি মডেলিং শুরু করেন।
  • লুকিং টু গেট আউট  দিয়ে জোলি সিনেমার জগতে পা দেন। সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছিলেন  জোলির বাবা।
  • ১৪ বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন।
  • জোলির প্রথম স্বামী লি মিলারের সাথে তিনি ১৯৯৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
  • জোলি তার নিজের  নামের সাথে বাবার পদবী ব্যবহার করেন না।
  • জোলি তার প্রথম সন্তান সিলোহের ছবি বিক্রী করেছিলেন ৪.১ মিলিয়ন  ডলারে।
  • জোলির ৩ জন দত্তক নেওয়া সন্তান রয়েছে।
  • অল্প বয়সে জোলির মধ্যে আত্মহত্যার প্রবণতা  ছিল।
Loading...