দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার আন্টার্কটিকার বরফের নিচে পাওয়া গেছে ৯১টি আগ্নেয়গিরি! এর মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়গিরির উচ্চতা হলো ৪০০০ মিটার। উচ্চতায় সুইজারল্যান্ডের ইগার আগ্নেয়গিরির সমান।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, পশ্চিম অ্যান্টার্কটিকার তুষারপৃষ্ঠের মাত্র ২ কিলোমিটার নিচে বিশাল এলাকা জুড়ে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি অঞ্চল। বিজ্ঞানীরা যেখানে কমপক্ষে ৯১টি আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন ।
এসব আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়গিরিটির উচ্চতা হলো ৪০০০ মিটার। এটি উচ্চতায় সুইজারল্যান্ডের ইগার আগ্নেয়গিরির সমান!
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি এই অঞ্চলটি খুঁজে পেয়েছেন। পূর্ব আফ্রিকার আগ্নেয় পর্বতমালায় সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ভূতত্ত্ববিদরা মনে করছেন যে, সংখ্যার দিক হতে ওই অঞ্চলকেও ছাড়িয়ে যাবে পশ্চিম অ্যান্টার্কটিকা। নতুন আবিষ্কৃত এই আগ্নেয় পার্বত্য অঞ্চলে ১০০ হতে ৩৮৫০ মিটার উঁচু পাহাড় রয়েছে। এ সবই বরফে ঢাকা ও কোথাও কোথাও এই বরফের চাদর ৪ কিলোমিটার পর্যন্ত পুরু।
ইতিপূর্বে ওই এলাকা থেকেই ৪৭টি আগ্নেয়গিরি আবিষ্কার করা হয়। আগ্নেয় উদগিরণ ঘটলে বরফ স্তরে ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন হিমবাহ বিশেষজ্ঞ রবার্ট বিংহাম। তিনি বলেছেন, উদগিরণ ঘটলেই সাগরে বরফ গলবে। সেইসঙ্গে বাড়বে পানির স্তরও। এই রকম উদগিরণ হয়তো কখনওই ভূপৃষ্ঠে পৌঁছাতে পারবে না। তবে তলা হতে বরফের স্তরকে ক্ষতিগ্রস্ত করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।