দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ভারতের আদালত স্পট ফিক্সিং এ অভিযুক্ত অঙ্কিত চ্যাবনকে ৬ তারিখ পর্যন্ত শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দিয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে অঙ্কিত চ্যাবনের আগে থেকে ঠিক হয়ে থাকা ২ তারিখের বিয়েকে।
মুম্বাই আদালতে অঙ্কিত চ্যাবন তার বিয়ে উপলক্ষে জামিনের আবেদন করেন। তিনি আদালতকে জানান তার আগে থেকেই ২জুন বিয়ের দিন ধার্য করা আছে, তাই তিনি নিজের বিয়েতে অংশ নেয়ার জন্য আদালতের নিকট জামিন প্রত্যাশী। এ কারণে ৬ তারিখে আদালতে আত্মসমর্পণের শর্তে মুম্বাই আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। অঙ্কিত চ্যাবন আদালতে জামিনের জন্য ব্যক্তিগত বেইল বন্ড হিসেবে ১ লাখ রুপি ও নিরাপত্তা বন্ড হিসেবে আরও ২ লাখ রুপি দেন।
অপর দিকে আরেক অভিযুক্ত ভারতীয় জাতীয় দলের বোলার শ্রীশান্ত এর বন্ধু অভিষেক শুক্লাকেও আদালত জামিন দেয়। শুক্লার বিপরীতে অভিযোগ ছিল তিনি শ্রীশান্তকে স্পট ফিক্সিং করাতে উৎসাহ দেন ও সাহায্য করেন। শুক্লার কাছ থেকে পুলিশ স্পট ফিক্সিং এর ১০ লাখ রুপি উদ্ধার করতে সমর্থ হয়েছে।
সূত্রঃ ইন্ডিয়া টুডে