দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছুরি, কাচি, পেরেক এমন নানা ধরনের উদ্ভট জিনিসপত্র পেট থেকে বের হওয়ার খবর আমরা আগেই দেখেছি। তবে এবার আরও একধাপ এগিয়ে গিয়েছে। এবার অপারেশনের পর পেট থেকে বের হলো লাইটার!
সত্যিই বিচিত্র এই মানব সভ্যতা। কখন যে কি ঘটে তা বলা মুশকিল। এক ব্যক্তি অসহ্য পেটে ব্যাথা নিয়ে আমেরিকার ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা এতোটাই শোচনীয় ছিল যে তাকে জরুরি বিভাগে ভর্তি করতে হয়।
পরে হাসপাতালে তাকে এক্স-রে করে দেখা যায় যে, ওই ব্যক্তির পেটের ভিতরে একটি লম্বাটে ধরনের জিনিস বিদ্যমান রয়েছে। পরীক্ষা করে দেখা যায় যে, পেটের ভিতরে থাকা লম্বাটে ওই জিনিসটি হতে সমানে তরল জাতীয় কিছু পদার্থ বেরিয়ে আসছে। যা পাকস্থলীতে মারাত্মক ঘা তৈরি করে।
বহু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকরা নিশ্চিত হন, ওই ব্যক্তির পাকস্থলীতে থাকা লম্বাটে ওই জিনিসটি প্রকৃতপক্ষে একটি লাইটার! পরে এন্ডস্কোপির মাধ্যমে পাকস্থলী হতে বের করে আনা হয় ৫ মিলিমিটার লম্বা ওই লাইটারটি! ‘কেস রিপোর্ট ইন এমার্জেন্সি মেডিসিন’ নামে একটি জার্নালে এই তথ্য দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।
ইউনিভার্সিট অব ফ্লোরিডা কলেজ অব মেডিসিনের এক চিকিত্সকের লেখা ওই রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে যে, বিচিত্র ঘটনা হিসাবে এটি ছিল বিশ্বের ৩ নম্বর ঘটনা।
আমেরিকায় এই ধরনের ঘটনা এটিই প্রথম বলে দাবি করা হয়েছে ওই জার্নালে। জার্নালে আরও বলা হয়েছে, ওই ব্যক্তি গত এক বছর ধরে মোটামুটিভাবে সুস্থই রয়েছেন। তবে কীভাবে ওই লাইটারটি তার পাকস্থলীতে গেলো, সে বিষয়ে জানানো হয়নি ওই জার্নালে।