The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শাওমি ৮ জিবি র‌্যামের ফোন আনলো সিরামিক ভার্সনে

সিরামিক ভেরিয়েন্টটি পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রমে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের খ্যাতিমান প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি ৮ জিবি র‌্যামের ফোন আনলো সিরামিক ভার্সনে। মি মিক্স টু নামে এটি একটি বেজেল লেস ডিসপ্লের ফোন।

শাওমি ৮ জিবি র‌্যামের ফোন আনলো সিরামিক ভার্সনে 1

সিরামিক ভার্সনের শাওমির নতুন ফোন মি মিক্স টু সম্প্রতি চীনের শেনঝেন শহরে উদ্বোধন করেছে শাওমি। ওই ইভেন্টে কোম্পানি সিরামিক ভার্সনের মি মিক্স টু বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।

সেপ্টেম্বরে শাওমি ঘোষণা দিয়েছিল দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে মি মিক্স টুতে। সিরামিক ভেরিয়েন্টটি পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রমে। অপর ভেরিয়েন্টটি পাওয়া যাবে ৬ জিবি রম এবং ২৫৬ জিবি রমে। সম্পূর্ণ সিরামিক ভার্সানটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির চারপাশে একটি ১৮ ক্যারেট সোনার রিংও থাকবে বলে জানানো হয়েছে।

মি মিক্স টু ফোনটিতে আরও রয়েছে:

একটি ১৮:৯ অ্যাসপেন্ট রেশিওর ডিসপ্লে যার, রেজুলিউশান ২১৬০x১০৮০ পিক্সেল।
মোবাইল ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট।

জানানো হয়েছে, ফুল সিরামিক মি মিক্স টুর দাম পড়বে ৪,৬৯৯ ইউয়েন। তবে চীনের বাইরে কবে থেকে এই মোবাইল ফোন পাওয়া যাবে তা এখনও জানায়নি কোম্পানিটি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...