দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের নাম্বার হিরো নায়ক শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘প্রিয়তমা’র নায়িকা হচ্ছেন বুবলি। চলচ্চিত্র পাড়াসহ সিনেমা প্রেমীরাদের মধ্যে এই চলচ্চিত্র নিয়ে শুরুতেই বেশ কৌতুহল দেখা দিয়েছে।
চারদিকে রব উঠেছে এবার শাকিব খান প্রযোজিত দ্বিতীয় ছবি ‘প্রিয়তমা’র নায়িকা হচ্ছেন বুবলি। বিষয়টি নিয়ে চলচ্চিত্র পাড়াসহ সিনেমা প্রেমীরাদের মধ্যে বেশ কৌতুহল দেখা দেয়।
জানা গেছে, ‘প্রিয়তমা’ ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।
জানা যায়, ‘প্রিয়তমা ছবির জন্য বুবলিকেই বাঁচাই করা হয়েছে। এর বাইরে কিছুই বলা হয়নি। শাকিব খান দেশের বাইরে রয়েছেন, শাকিব ফিরে আসলে সব কিছুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’
জানা গেছে, ৭ নভেম্বর পরিচালক সমিতিতে প্রিয়তমা’র নাম লিপিবদ্ধ করা হয়। ইতিপূর্বে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ব্যানারে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র হলো ‘হিরো দ্য সুপারস্টার’। এটি পরিচালনা করেন বদিউল আলম খোকন।
শাকিব খান বর্তমানে দেশের বাইরে অপর একটি ছবির শুটিং-এ রয়েছেন। দেশে ফিরেই ছবির নায়িকার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন শাকিব খান। আগামী বছর মার্চ মাসেই ছবিটির শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে।
‘প্রিয়তমা’ ছবিতে বুবলীর সঙ্গে আরও একজন নতুন নায়িকা থাকবেন এমনটা শোনা যাচ্ছে। ‘প্রিয়তমা’ শাকিব-বুবলির পঞ্চম জুটির ছবি। শাকিব-বুবলী জুটির এ পর্যন্ত বসগিরি, অহংকার, শুটার, রংবাজ এই চারটি ছবি মুক্তি পেয়েছে।