The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কোলকাতার সোহমের সঙ্গে মাহির ছবি ‘তুই শুধু আমার’ আসছে শীঘ্রই

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনা নির্মাণ করা হচ্ছে এই ‘তুই শুধু আমার’ চলচ্চিত্রটি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতার সোহমের সঙ্গে মাহির নতুন চলচ্চিত্র ‘তুই শুধু আমার’ আসছে শীঘ্রই। ছবিটির কাজ বেশ আগে শুরু হলেও মাঝে নানা কারণে বন্ধ ছিলো। তবে এবার শেষ হলো ছবিটির কাজ।

কোলকাতার সোহমের সঙ্গে মাহির ছবি ‘তুই শুধু আমার’ আসছে শীঘ্রই 1

কোলকাতার সোহমের সঙ্গে অভিনয় করলেন ঢালিউডের অভিনেত্রী মাহিয়া মাহি। ‘তুই শুধু আমার’ নামে এই চলচ্চিত্রটির কাজ মাঝে বন্ধ ছিলো। তবে এবার শেষ হলো এর শুটিং। এখন শুধুই অপেক্ষার পালা।

তবে ঢালিউডের এই তারকা অভিনেত্রী মাহিয়া মাহিকে এক অন্য চরিত্রে দেখা যাবে। তাকে দেখা যাবে কনের সাজে বিয়ের পিঁড়িতে বসে আছেন। বরের স্থানে রয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। হিন্দু রীতিতে বিয়ে হচ্ছে মাহি ও সোহমের। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনা নির্মাণ করা হচ্ছে এই ‘তুই শুধু আমার’ চলচ্চিত্রটি।

কোলকাতার সোহমের সঙ্গে মাহির ছবি ‘তুই শুধু আমার’ আসছে শীঘ্রই 2

জানা গেছে, গত বছর লন্ডনে ছবিটির শুটিং শুরু হলেও মাঝে বেশ কিছুদিন এর দৃশ্যধারণ বন্ধ ছিল। সম্প্রতি কোলকাতায় চলচ্চিত্রটির শেষ লটের দৃশ্য ধারণ করা হয়। মাহি-সোহমের বিয়ের দৃশ্যের মাধ্যমে এই সিনেমাটির ক্যামেরা ক্লোজ হলো। এখন শুধুই মুক্তির অপেক্ষা।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...