দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে দেশজুড়ে চলছে উত্তেজনা। মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে দেশজুড়ে চলছে উত্তেজনা-উৎকণ্ঠা। জনমনে এই উদ্বেগগের কারণ হলো যদি রায়ে বেগম খালেদা জিয়ার কোনো সাজা হয় তাহলে দেশজুড়ে হরতাল-ধর্মঘটসহ নানা কর্মসূচি শুরু হতে পারে। এইক্ষেত্রে দেশজুড়ে অচলাবস্থা সৃষ্টি হতে পারে। সেই আশংকা থেকেই এতো উদ্বেগ।
এদিকে এই রায়কে ঘিরে নিরাপত্তার কড়াকড়িতে ঢাকার রাজপথ অনেকটাই ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। পথে পথে চলছে পুলিশী তল্লাশি। বকশি বাজারের বিশেষ আদালত এলাকায় পুলিশ বেষ্টনিতে ঘিরে রাখা হয়েছে। জনগণের মধ্যে যেনো এক অজানা আতঙ্ক বিরাজ করছে। যে কারণে রাজধানীর রাস্তাগুলো প্রায় ফাঁকা। যানজটের লেসমাত্র নেই। রায়ে কি হয় তা দেখার জন্য টিভি সেটের সামনে বসে আছেন অনেকেই।