দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রান্সের এক নাগরিকত্ব অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিলেন একজন মুসলিম আলজেরিয়ান মহিলা। যে কারণে আদালত ওই মহিলার পাসপোর্টকে অস্বীকার করলেন!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, গত বৃহস্পতিবার ঘটে যাওয়া ওই ঘটনার কারণে ফ্রান্সের প্রশাসনিক আদালত ওই মুসলিম আলজিরিয়ান মহিলার পাসপোর্টকে অস্বীকার করলেন।
ফ্রান্সের সংবাদ সংস্থা জানিয়েছে, ইজির-এর দক্ষিণপূর্বের অঞ্চলে এক নাগরিকত্ব অনুষ্ঠানে ওই মহিলা এক সিনিয়র সভাপতির সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। কারণ হিসেবে তিনি তার বক্তব্যে জানিয়েছেন যে, এই রীতি তার‘ধর্মীয় বিশ্বাসে’আঘাত হানছে। তাই এই প্রথা হতে তিনি নিজেকে বিরত রেখেছেন। বিষয়টি নিয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে তর্কও করেন।
এদিকে ফ্রান্স সরকারের পক্ষ হতে জানানো হয়েছে, ওই নারীর আচরণে এটিই স্পষ্ট হয়েছে যে, তিনি ‘ফ্রান্সের সম্প্রদায়কে পুরোপুরিভাবে গ্রহণ করতে পারছেন না’৷