দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ সর্বদা ব্যস্ত কিভাবে সহজে এবং দ্রুত কাজ করা যাই। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কিছু টাইপ করতে হয়। কাগজের লেখা দেখে টাইপ করা অনেকটা সময়ের ব্যাপার।
প্রতিনিয়ত গবেষণা চলছে কিভাবে সময় বাঁচানো যায়। আর এই সময় বাঁচানোর জন্যই এমন অ্যাপস তৈরি হয়েছে যা দিয়ে কোন লেখা শুধু ছবি তুললেই তা টেক্সট বা লেখা হয়ে যাবে। তাহলে চলুন অ্যাপসটির কাজ জেনে নেওয়া যাক।
* প্রথমে আপনাকে গুগল প্লে ষ্টোর থেকে Smart lens-OCR Text scanner, QR code reader
নামের নিচের অ্যাপসটি ইন্সটল করতে হবে।
* তারপর অ্যাপসটি ওপেন করুন।
* ওপেন করার পর কয়েকবার পারমিশন চাইবে সেগুলো আপনি Allow করে দিন।
* তারপর কয়েকটি ম্যাসেজ শো করবে সে গুলো OK করে দিন।
* এবার দেখুন আপনার ক্যামেরা চালু হয়ে গেছে। এখন আপনি লেখা আছে এমন কোন একটি পেজের উপর ক্যামেরাটি স্থির করে ধরুন। * * তারপর ক্যামেরার ক্যাপচার বাটনটি ক্লিক করুন।
* একটি টিক দেখা যাবে সেই টিকে ক্লিক করুন। তাহলে ওই কাগজের লেখাটি আপনার সামনে সিলেক্ট আকারে দেখাবে।
* এখন আপনি OK বাটনে ক্লিক করুন এবং all লেখায় ক্লিক করুন। তাহলে ওই কাগজের লেখাটি আপনার সামনে টেক্সট আকারে শো
করবে।
* এখন আপনি এই লেখাটি কপি বা কাট করতে উপরে পেন আইকনে ক্লিক করুন। তারপর ইচ্ছে মত কপি বা কাট করে আপনার প্রয়োজনীয় জায়গায় নিয়ে যান।