দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ১০ জুলাই ও আগামীকাল ১১ জুলাই দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। জেনে নিন ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সেমিফাইনালের সময়সূচি।
রাশিয়া বিশ্বকাপ শেষধাপে চলে এসেছে। ১৪ জুন পর্দা উঠেছিল, নামবে ১৫ জুলাই। এখন সামনে রয়েছে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল খেলা। ৩২টি দল হতে ১৬, ৮ হয়ে শনিবার ঠিক হল সেমির ৪টি দল।
এবারের বিশ্বকাপের ফেভারিট ফ্রান্স-বেলজিয়ামের সঙ্গে সেমিতে আসা অন্য দল দুটি হলো ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
রাশিয়ার ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপের ম্যাচ। ৮টি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে লড়তে শুরু করেছিলো দলগুলো। প্রতিটি গ্রুপের সেরা দুদল আসে দ্বিতীয় পর্বে। যাকে বলা হয় নকআউট রাউন্ড। পরে কোয়ার্টার ফাইনালের লড়াই হলো। এখন হবে সেমিফাইনাল। শেষে দুদলের ফাইনাল হয়ে চ্যাম্পিয়ন দেখবে ফুটবলবিশ্ব।
রাশিয়ার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
সেমিফাইনাল সময় সূচি :
১০ জুলাই: ফ্রান্স-বেলজিয়াম
(পিটারসবার্গ, রাত ১২টা)
১১ জুলাই: ক্রোয়েশিয়া-ইংল্যান্ড
(লুঝনিকি, রাত ১২টা)
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ :
১৪ জুলাই:
(পিটারসবার্গ, রাত ৮টা)