দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯ খৃস্টাব্দ, ২৯ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, ১৩ মহররম ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জামিয়া মসজিদ। এই মসজিদটি মূলত একটি ঐতিহাসিক মসজিদ।
জামিয়া মসজিদ বা একে জামে মসজিদ (উর্দু; جامع مسجد سرینگر) মসজিদ বলা হয়। এই মসজিদটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পুরনো শ্রীনগরের মধ্যে নউহাট্টা নামক স্থানে অবস্থিত। এই মসজিদটি কাশ্মীর উপত্যকায় মধ্যে অবস্থিত বৃহত্তম মসজিদ হিসেবে সুপরিচিত।
জানা যায়, সুলতান শিকান্দার শাহ্ ১৩৯৪ খ্রিস্টাব্দে, সাইয়াদ-উল-আউলিয়া সাইয়্যেদ আলী হামাদানির পুত্র মীর মোহাম্মাদ হামাদানির নির্দেশে এই মসজিদটি নির্মাণ করেন। ইসলাম ধর্মের প্রচার করার জন্য শাহ্ হামদান কিছু দিনের জন্য এখানে থেকেছিলেন বলে বিভিন্ন তথ্যে পাওয়া যায়। তাই এই মসজিদটিকে একটি ঐতিহাসিক মসজিদ বলা যায়।
তথ্যসূত্র: উইকিপিডিয়া