The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ভ্রমণ: ফেনীর শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ভারত সীমান্তের খুব কাছের গ্রাম বাংলার লোক সংস্কৃতির বিভিন্ন উপকরণের সমন্বয়ে শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টটি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকাল ভ্রমণের জন্য সেরা সময়। দেশেও এমন কিছু রিসোর্ট রয়েছে যেগুলোতে আপনি সময় কাটাতে পারেন খুব সুন্দরভাবে। এমনই একটি রিসোর্ট হলো ফেনীর শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট।

ভ্রমণ: ফেনীর শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট 1

এটি অবস্থিত ফেনীতে। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ভারত সীমান্তের খুব কাছের গ্রাম বাংলার লোক সংস্কৃতির বিভিন্ন উপকরণের সমন্বয়ে শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টটি (Shamser Gazir Bansher Kella Resort) গড়ে তোলা হয়েছে। নবাব সিরাজদৌল্লার আমলে “ভাঁটির বাঘ” হিসেবে পরিচিত শমসের গাজী একাধারে ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজা, ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও ত্রিপুরার রোশনাবাদ পরগণার কৃষক বিদ্রোহের একজন নায়ক। সোনাপুরে শমসের গাজীর স্মৃতিচিহ্নকে কেন্দ্র করেই তাঁর উত্তরসূরিরা প্রায় ৫ একর জায়গার উপর শৈল্পিক আয়োজনে এই রিসোর্টটি গড়ে তুলেছেন।

এক প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যমণি শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টটি থাইল্যান্ড এবং জাপানের রেস্ট হাউজের আদলে নির্মাণ করা হয়। রিসোর্টের ভিতর এবং বাইরের স্থাপত্যে বাঁশের ব্যবহারের পাশাপাশি স্থান পেয়েছে বাঁশের তৈরি বিভিন্ন আসবাপত্র এবং শিল্পকর্মও। রিসোর্টে প্রবেশের সঙ্গে সঙ্গে ঐকতান নামে একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য নজরে পড়বে। রিসোর্টের আঙ্গিনায় রয়েছে সুউচ্চ বাঁশের সারি ও সাহিত্য আড্ডা বা যেকোন মুক্ত অনুষ্ঠানের আয়োজনের জন্য রয়েছে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী পাহাড়ি বাড়ির আদলে নির্মিত বাঁশের মাচাং ঘর- যা নান্দনিককা সৃষ্টি করেছে।

ফেনীর এই শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টে রয়েছে রেস্টুরেন্ট, পাঠকক্ষ, অতিথি কক্ষ, টি কর্ণার ছাড়াও এখানে আরও রয়েছে লন, ফোয়ারা, দৃষ্টিনন্দন লেক এবং সুদৃশ্য ব্রিজ। সেখানকার লেকের পানিতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকার ব্যবস্থাও। রিসোর্টের পাশে প্রতিষ্ঠাতা তথা শমসের গাজীর দুটি কাঁচা ঘরও অক্ষত অবস্থায় রয়েছে। অতিথিদের টুকিটাকি কেনাকাটার জন্য খুচরা দোকান এবং চা-কফির স্টলও রয়েছে এখানে। অগ্রিম বুকিং দিয়ে এখানে বিভিন্ন সভা-সেমিনার, বিয়ে, বনভোজন ও বার-বি-কিউ পার্টি আয়োজনের সু-ব্যবস্থা রয়েছে এই রিসোর্টে।

নির্মাণশৈলীর ভিন্নতার কারণে ক্রমেই ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই রিসোর্টটি। যে কারণে এই কেল্লায় প্রায়শই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য হতে আগত পাহাড়ীদের নৃত্য এই রিসোর্টের বিনোদন আয়োজনের এক অন্যতম অনুষঙ্গ বলে জানা যায়।

ভ্রমণ: ফেনীর শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট 2

প্রবেশমূল্য এবং রিসোর্ট খরচ

ফেনীর শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টের সিঙ্গেল বেডের রুমের ভাড়া ৩০০০ হতে ৩৫০০ টাকা এবং ডাবল বেডের রুমের ভাড়া ৭০০০ টাকা। এছাড়াও ২০ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে যেকোন আগ্রহী দর্শনার্থীরাও রিসোর্টের চারপাশ ঘুরে দেখতে পারেন।

যোগাযোগের ঠিকানা

জগন্নাথ-সোনাপুর, শুভপুর, ছাগলনাইয়া, ফেনী।
মোবাইল : ০১৭৬৭-৮৬৩৫৫৮

যাবেন কিভাবে

ফেনীর শমসের গাজীর বাঁশের কেল্লা যেতে হলে প্রথমে বাস কিংবা নিজস্ব পরিবহণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বারইয়াহাট নামক স্থানে আসতে হবে। তারপর রামগড় রোড দিয়ে শুভপুর বাজার হতে সোজা পূর্বদিকে প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিলেই দেখতে পাবেন শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টটি। এছাড়াও ফেনী জেলা শহর হতে ছাগলনাইয়া এবং শুভপুর হয়ে রিক্সা কিংবা লেগুনায় চড়েও শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টে যাওয়া যাবে।

থাকবেন কোথায়

শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট ছাড়াও চাইলে আপনি ফেনী জেলায় অবস্থিত হোটেল আল করিম, হোটেল বিলাস, হোটেল গাজী বা হোটেল মিড নাইটে রাত্রিযাপন করতে পারেন।

ফেনীর অন্যান্য দর্শনীয় স্থানসমূহ

ফেনীর শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট ছাড়াও ফেনী জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে রাজাঝির দীঘি, প্রতাপপুর জমিদার বাড়ি এবং আব্দুস সালাম স্মৃতি জাদুঘর সহ বেশ কিছু স্থান।

তথ্যসূত্র: https://vromonguide.com

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali