দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাভারের ক্ষত এখনও শুকাইনি। নিঃশ্ব শ্রমিকরা যখন দিশেহারা- ঠিক সেই সুযোগে নানা ধরনের প্রতারণা করা হচ্ছে। রানা প্লাজা ধসে আহতদের সঙ্গে প্রতারণার অভিযোগে ২ শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।
অনলাইন সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতারকৃতরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন এবং সদস্য রফিকুল ইসলাম।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার রানা প্লাজা ধসে আহত কয়েকজনকে স্বাস্থ্যসেবা দেয় গণস্বাস্থ্য। সন্ধ্যায় ওখানে হাজির হয়ে এ দুই নেতা কয়েকজন আহত শ্রমিককে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে দেয়ার কথা বলে টাকা গ্রহণ করছিলেন।
বিষয়টি এলাকার মানুষ পুলিশকে জানালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ওসি আরো বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আজ রোববার তাদের আদালতে হাজির করা হবে। শ্রমিকরা যাকে কারো প্ররোচণায় প্রলুব্ধ না হন সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সাভারের রানা প্লাজা ধ্বসে পড়লে স্মরণকালের এ ঘটনায় বহু মানুষ হতাহত হয়। এই সুযোগে এক শ্রেণীর মানুষ নানাভাবে শ্রমিকদের প্রতারণা করার চেষ্টা চালাচ্ছে।