দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যথার ওষুধ হিসেবে ব্যবহৃত হয় আইবুপ্রোফেন (Ibuprofen) নামে একটি ওষুধ। তবে এই ব্যথার ওষুধে করোনা ভাইরাসের চিকিৎসায় আশার আলো দেখছেন গবেষকরা।
ইতিমধ্যেই এর পরীক্ষামূলক ব্যবহারও শুরু হয়েছে যুক্তরাজ্যে। এই বিষয়ে গবেষকরা বলেছেন, করোনা আক্রান্তের অন্যতম সমস্যা হলো শ্বাসকষ্ট। ব্যথার ওষুধ আইবুপ্রোফেন শ্বাসকষ্ট আটকে দেয়। তাই এটি করোনার রোগীদের থেকে ভালো ফল আসতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে করোনা রোগীদের ওপরও ইতিমধ্যেই ওষুধটি ব্যবহার শুরু হয়েছে। ইতিপূর্বে জানুয়ারি মাসে একটি রিসার্চে দেখা গিয়েছিলো যে, এই ওষুধের প্রয়োগে রোগীর সুস্থ হওয়ার আশঙ্কা ৮০ শতাংশ বেড়ে যেতে পারে।
তবে একদম শুরুর দিকে আইবুপ্রোফেনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। তখন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, এই ওষুধ করোনা সংক্রমিতদের সংক্রমণ বাড়িয়ে দিতে পারে।
দ্য সানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা যায়, লন্ডনের গাইজ এন্ড সেন্ট থমাস হাসপাতাল ও কিংগস কলেজের চিকিৎসকদের একটি দল এই ব্যথানাশক ও অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ করোনা রোগিদের পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করে থাকে।
ব্রিটেনে কিছু চিকিৎসক জানিয়েছেন যে, এই ওষুধ দেওয়ার কারণে ভেন্টিলেটর দেওয়ার প্রয়োজনীয়তা অনেকটাই কমে আসে। তাই করোনার নিয়মিত চিকিৎসার সঙ্গে সঙ্গে তাদের আইবুপ্রোফেনও দেওয়া হচ্ছে।
তবে করোনার জন্য এই আইবুপ্রোফেনের এক বিশেষ ধরনের ফর্মুলেশনই কেবলমাত্র ব্যবহার করা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।