দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েকদিন ধরে চলে আসা মৃত্যু গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
গতকাল (বুধবার) করোনা ভাইরাস ও ধেয়ে আসা সম্ভাব্য টাইফুন মোকাবিলায় সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্দেশনা দিয়েছেন কিম জং উন।
গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কিম ‘কোমায় রযেছে’ এমন খবর প্রকাশিত হয়। ইতিপূর্বেও তার ‘মৃত্যু হয়েছে’ বলেও বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করা হয়। সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে গতকার প্রকাশ্যে আসলেন কিম জং উন।
গতকাল (২৬ আগস্ট) বিবিসি জানিয়েছে, এর আগের দিন মঙ্গলবার (২৫ আগস্ট) দলের পলিটব্যুরো বৈঠকে প্রকাশ্যে আসেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে যে, পলিটব্যুরো বৈঠকে হাজির হয়ে কিমকে সিগারেট টানতে দেখা যায়। তিনি মনে করেন যে, ‘ভয়ঙ্কর এই ভাইরাস’ ঠেকাতে রাষ্ট্রীয় প্রচেষ্টায় খানিকটা ঘাটতি রয়েছে।
ইতিপূর্বে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার কূটনীতিক চ্যাং সং-মিন দাবি করেন যে, চীনের অজ্ঞাত একটি সূত্র তাকে জানিয়েছে, কিম ‘কোমায় রয়েছেন’। তবে তার এখনও মৃত্যু ঘটেনি। তারপর কয়েকদিন ধরে নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ, মিররসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর আসে যে, ‘কিমের স্বাস্থ্য মোটেও ভালো নেই। মৃত্যু হয়েও থাকতে পারে তার’।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।