দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আরব আমিরাতের শারজাহ শহরে কোরআন বিষয়ক বিশ্বের বৃহত্তম একাডেমি উদ্বোধন হয়েছে। গত ২৪ ডিসেম্বর শারজার প্রধান শাসক এবং সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ড. সুলতান বিন মুহাম্মাদ আল কাসিমি এই কোরআন একাডেমির স্মৃতিফলক উন্মোচন করেন।
শারজাহ শহরের মুআল্লিয়া শিল্পাঞ্চলে প্রায় ৭৫ হাজার স্কয়ার মিটার স্থানজুড়ে এই কোরআন একাডেমিটি অবস্থিত। ৩৪টি গম্বুজ এবং ৮ তারা বিশিষ্ট বিশাল ভবনে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে।
এই একাডেমি কোরআনের বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক তথ্যভিত্তিক জাদুঘরের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। তাছাড়া এটিকে হযরত মুহাম্মাদ (সা.)-এর যুগ হতে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সময় তৈরি কোরআনের অনুলিপির অনন্য সংগ্রহশালা মনে করা হচ্ছে।
কোরআন একাডেমিতে কোরআনের প্রাচীন ৬০টি অনুলিপি এবং প্রত্নতাত্ত্বিক পাণ্ডুলিপিও তাতে রয়েছে। তাছাড়া ৯৬০ হিজরির পুরোনো ১৮টি কিসওয়া রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যপ্রদানকালে ড. সুলতান বিন মুহাম্মাদ বলেন, কোরআন একাডেমি কেবল একটি জাদুঘরই নয়, বরং এখানে বিভিন্ন সময় অনেক সেমিনার, গবেষণা এবং নানা রকম অনুষ্ঠানও হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।