দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময় মোবাইলের রিংটন শোনা তরুণ প্রজন্মের কাছে ছিল খুবই জনপ্রিয়। তবে সময়ের ব্যবধানে সেই চিত্র এখন পাল্টে গেছে। তরুণ প্রজন্মের মধ্যে এখন বিরাট একটি অংশ তাদের ফোন সাইলেন্ট মুডে রাখতেই বেশি পছন্দ করে। কিন্তু কেনো?
স্বভাবতই প্রশ্ন আসে কেনো তরুণ প্রজন্ম রিংটোনের আকর্ষণ থেকে দূরে সরে গেছে? এই প্রশ্ন নিয়ে জরিপ করেছে যুক্তরাজ্যের মুঠোফোন অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার।
জরিপের নাম এদের হয়েছে ‘জেনারেশন মিউট’। এই জরিপের জন্য প্রতিষ্ঠানটি ১৬ হতে ২৪ বছর বয়সের তরুণদের কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছেন।
জরিপের ফলাফলে দেখা যায় যে, ২০১৬ সালের কথা, তখন তরুণদের মাঝে রিংটন ডাউনলোডের সংখ্যা ছিল ৪৬ লাখ। ২০২০ সালে সেই সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় ৩৭ লাখে।
অথচ ২০০৪ সালে এই সংখ্যা ছিল ৪ কোটি। ২০১৭ সালের করা এক জরিপে দেখা যায়, ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে মাত্র ১৫ শতাংশ মনে করেন যোগাযোগের জন্য রিংটোনের প্রয়োজন রয়েছে। তবে বর্তমান সেই সংখ্যাও কিন্তু কমে গেছে।
জরিপের ফলাফলে আরও উঠে এসেছে, তরুণ প্রজন্ম বর্তমানে যোগাযোগের জন্য ই-মেইল ও ম্যাসেজিং পদ্ধতি ব্যবহার করে থাকে। এসব যোগাযোগ তারা নীরবেই করতে পছন্দ করে। যে কারণে মোবাইলে রিংটোনের মতো উচ্চ শব্দ তাদের প্রয়োজনই হয় না। আর সে জন্যই তারা মোবাইল ফোন সাইলেন্ট রাখছেন।
তরুণ প্রজন্ম দিনের একটি বড় সময় জুড়ে ফোনের স্ক্রিনের উপরই থাকে। যে কারণে ফোনে কখন কী আসছে তা খুব সহজেই দেখতে পারে। সেজন্য তারা রিংটোন ব্যবহার না করে ফোন সাইলেন্ট রাখছে সব সময়।
এখন যোগাযোগের ক্ষেত্রে ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ নানা ধরনের অ্যাপস ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ফোনে আর রিংটোনের কোনো রকম প্রয়োজন হচ্ছে না।
তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।