দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কুকুরের ঘ্রাণ শুঁকে অপরাধীকে বের করার ঘটনা হয়তো নতুন নয়। তবে ধর্ষককে খুঁজে বের করার ঘটনা বোধহয় এটিই প্রথম। আর এই ঘটনাটি ঘটেছে ভারতে।
জানা যায়, ভারতের মহারাষ্ট্রে ধর্ষণ এবং হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে খুঁজে বের করে দিলো একটি কুকুর। মহারাষ্ট্রের রাইগাড বিভাগের বোমা নিস্ক্রীয় বিভাগের ওস্কার নামে একটি কুকুর পুলিশকে অভিযুক্তকে খুঁজে দেয়।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের তক্তার ঘ্রাণ নিয়ে হত্যাকারীকে বের করে দেয় ওস্কার নামে ওই কুকুরটি। বিশেষভাবে প্রশিক্ষিত এই কুকুরটি গোয়ালঘরে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে বের করে।
রাইগাড পুলিশের কনস্টেবল দর্শন সাওয়ান্ত এ বিষয়ে বলেন, ওস্কারকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের তক্তার ঘ্রাণ শুঁকানো হয়েছিলো। এরপর সেই ঘ্রাণ শুঁকতে শুঁকতে সে একটি গোয়ালঘরে গিয়ে ঢোকে। এভাবেই সে আমাদের হত্যায় অভিযুক্তকে খুঁজে বের করে দিতে সাহায্য করে।
ওই কনস্টেবল আরও বলেছেন, অস্কারের বর্তমান বয়স তিন বছর। সে যখন আমাদের কাছে আসে তখন তার বয়স ছিল মাত্র ৭ মাস। পুনেতে তাকে গোয়েন্দা কুকুর হিসেবে তৈরি করতে ৯ মাসের প্রশিক্ষণ দেওয়া হয়।
ওস্কার গত ফেব্রুয়ারিতেও একটি হত্যা মামলায় সহায়তা করেছিলো। সেই সময় কুকুরটিকে হত্যায় ব্যবহৃত একটি কাঁচির ঘ্রাণ শুঁকানো হয়েছিলো। সেই গন্ধের সূত্র ধরেই মাঠের মধ্যে একটি কুঁড়েঘর হতে হত্যাকারীকে আটক করা হয়।
ভারতের মহারাষ্ট্রের ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হত্যাকারীকে খুঁজে বের করার পর তাকে বর্তমানে রিমান্ডে নিয়েছেন। এই ঘটনায় আরও তদন্ত করা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।