দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্ব বাজারে অ্যাপল তার গ্রহণযোগ্যতা ধরে রাখতে নতুন নতুন প্রযুক্তি সংযুক্তির মাধ্যমে বাজার দখল করছে। আইফোন আল্ট্রা বাজারে আনার মাধ্যমে স্মার্টফোন মার্কেট তুলকালাম করতে চাই অ্যাপল!
অ্যাপল বিগত কয়েক বছর ধরেই ৪টি আইফোন মডেল বাজারজাত করে আসছে-মিনি, স্ট্যান্ডার্ড, প্রো এবং প্রো ম্যাক্স। যদিও গত বছর আইফোন ১৪ সিরিজে মিনি মডেলের পরিবর্তে ‘প্লাস’ নামাঙ্কিত ফোন বাজারে আনে তারা। এই বছরও তার অন্যথা হবে না বলেই আশা করা হচ্ছে। এক সূত্রের খবর, পরের বছর অর্থাৎ ২০২৪ সালে আইফোন সিরিজকে নতুন করে সাজিয়ে আল্ট্রা বলে একটি নতুন মডেল লঞ্চ করার সম্ভাবনা রয়েছে, যা প্রো ম্যাক্স এর থেকেও আরও শক্তিশালী, অত্যাধুনিক হবে বলে জানা যায়।
অ্যাপল আইফোন আল্ট্রা ফ্ল্যাগশিপ ২০২৪ সালে লঞ্চ হওয়ার সম্ভাবনা
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, অ্যাপল আগামী বছর প্রো ও প্রো ম্যাক্স মডেলের সঙ্গে অ্যাপল আইফোন আল্ট্রা লঞ্চ করার পরিকল্পনাও করছে, যার অর্থই হলো আইফোন ১৬ সিরিজে নতুন মডেল যোগ হতে যাচ্ছে। ইতিপূর্বে, আশা করা হয়েছিল যে, প্রো ম্যাক্স মডেলটি প্রতিস্থাপন করতে আইফোন ১৫ লাইনআপের অংশ হিসাবেই আল্ট্রা মডেলটি লঞ্চ করা হবে। তবে এখন দাবি করা হচ্ছে, এই বছরও আইফোন ১৫ প্রো ম্যাক্স বাজারে আসবে ও আল্ট্রা ভ্যারিয়েন্ট একটি নতুন সংযোজনও হবে। এর সর্বশেষ অনুমান বলছে, আরও ক্ষমতাধর এবং দামী শ্রেণির আইফোন আনতে চায় অ্যাপল। এর অর্থ হলো, সম্ভাব্য ডিভাইসটির দাম এক হাজার ৯৯ ডলার হতে শুরু করে ‘আইফোন ১৪ প্রো ম্যাক্স’-এর চেয়েও বেশি হতে পারে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে উঠে এসেছে যে, গত সপ্তাহে প্রান্তিকের হিসাব চলাকালীন ভবিষ্যতে আইফোনের দাম বাড়ানোর সম্ভাব্যতার বিষয়টি একেবারেই উড়িয়ে দেননি অ্যাপল সিইও টিম কুক। বরং তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন যে, গ্রাহকরা তুলনামূলক ভালো পণ্য পেতে অতিরিক্ত অর্থ খরচ করতে আগ্রহী।
শোনা যাচ্ছে যে, আইফোন আল্ট্রা স্মার্টফোন মডেলটিতে টাইটানিয়াম বিল্ডও থাকবে, যা ডিভাইসটিকে প্রিমিয়াম লুক ও অনুভূতিও প্রদান করবে। টাইটানিয়াম হলো স্টিলের তুলনায় একটি উচ্চমানের উপাদান ও এটি ক্র্যাচ-প্রতিরোধী, আবার ওজনে হালকা এবং শক্তিশালী।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।