দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ফেসবুক তাদের টাইমলাইনে এবার ভিডিও ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে, এখন থেকে ফেসবুকে সরাসরি আপলোড করা সকল ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলা শুরু করবে!
ফেসবুকের নতুন এই পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীদের ভিডিও দেখাতে আরও বেশি বাধ্য করা! ফলে এখন থেকে যদি কোন ব্যবহারকারীর টাইমলাইনে তার কোন বন্ধু কোন ভিডিও আপলোড করে তবে টাইম লাইনে তিনি নির্দিষ্ট ভিডিওতে গেলেই এটি নিজে থেকে চলা শুরু হবে, দেখতে চান বা না চান আপনাকে দেখতেই হবে!
ফেসবুকের এই পরিবর্তন পরীক্ষামূলকভাবে গত সেপ্টেম্বর থেকে শুরু হলেও এবার এটি সরাসরি সকল মোবাইল ফেসবুক ব্যবহারকারীর টাইমলাইনে প্রয়োগ করা হচ্ছে। এতে করে আগের চেয়ে ব্যবহারকারীরা ফেসবুকে আপলোড করা ভিডিও বেশি দেখবে। এতদিন ফেসবুকে আপলোড কিংবা শেয়ার করা সকল ভিডিওতে ব্যবহারকারীরা একটি প্লে অপশন দেখতে পেতেন এবং তাকে ক্লিক করলেই ভিডিও চালু হতো। কিন্তু এখন থেকে প্লে অপশন আর থাকছেনা যদি কোন ব্যবহারকারী তার টাইমলাইনে থাকা কোন ভিডিওর উপরে স্ক্রল করে যান তবে তিনি স্বয়ংক্রিয়ভাবে ঐ ভিডিও দেখবেন তাকে কোন প্লে বাটন চাপতে হবেনা!
তবে এই ব্যবস্থা কেবল ফেসবুকে আপলোড করা ভিডিওর ক্ষেত্রে দেখা যাবে, ইউটিউব কিংবা অন্য কোন সাইট থেকে শেয়ার করা ভিডিওর ক্ষেত্রে প্লে অপশন থাকবে আগের মতই।
বিভিন্ন ভিডিও আপ্লোডিং সাইড সমূহের ব্যপক জনপ্রিয়তার কথা মাথায় রেখে ফেসবুক নিজেদের সাইটে ভিডিও শেয়ারিং জন্যপ্রিয় করতে এই উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। ফেসবুক ধারণা করছেন এই ব্যবস্থার ফলে ফেসবুক ব্যবহারকারীরা আরও বেশি ভিডিও দেখতে এবং শেয়ার করতে উৎসাহিত হবেন। এই ব্যবস্থা এখন সকল এন্ড্রয়েড এবং iOS ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।
সূত্রঃ দিটেকজার্নাল