দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লালমনিরহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, আজ রোববার সকালে হরতাল চলাকালে লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক মহাসড়কের সরোয়ার বাজার এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন তমির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২৫)। অপরজন করিম আলীর পুত্র আবদুর রহিম (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলেছে, আজ সকাল ৭টার দিকে হরতাল চলাকালে সরোয়ার বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিকেটিং করতে থাকে। এ সময় জামায়াত-শিবির কর্মীরা গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। দুই-পক্ষের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা ২ জনকে মৃত ঘোষণা করেন। পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক পি কে দাস মারা যাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
সর্বশেষ সংবাদে জানা গেছে, পাটগ্রাম থানা পুলিশ ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।