দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও সীমান্তে গুলির ঘটনা ঘটেছে। আজ গভীর রাতে বেনাপোল সীমান্তে বিএসএফ-এর গুলিতে ফারুক নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
বাংলাদেশ নিউজ২৪সহ সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ফারুককে গুরুতর আহতাবস্থায় যশোরে নেওয়ার পথে মারা যান। হাবিব নামে অপর এক গরু ব্যবসায়ী গুরুতর আহত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিএসএফ ওই দুই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে। বেনাপোল বন্দরথানার সীমান্তবর্তী অঞ্চল পুটখালী গ্রামের চরের মাঠ এলাকার ওপারে ভারতের আংরালি সীমান্ত দিয়ে তারা গরু নিয়ে ফিরছিল।
পরে তার সহযোগীরা তাদের উদ্ধার করে শার্শা বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফারুকের মৃত্যু হয়। ফারুকের বাড়ি শার্শার বসতপুর কলোনিতে। অপরদিকে আহত হাবিবের বাড়ি শিবনাথপুরে।
পুটখালী ২ নম্বর ওয়ার্ডের মেম্বর লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাংলাদেশি দুই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে যশোরে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ফারুক মাথায় ও হাবিব বুকে গুলিবিদ্ধ হন।