দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সাবেক আমির গোলাম আযমের মামলার রায় ঘোষণার প্রতিবাদে জামায়াতে ইসলামী এই হরতালের ডাক দিয়েছে।
হরতালের কারণে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।
এদিকে রাজধানীর ধলপুরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ৭ জন টিভি সাংবাদিক আহত হয়েছে। অপরদিকে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াত শিবির পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তা ভন্ডুল করে দেয়। মিরপুরে জামায়াতে ইসলামীর কর্মীরা ঝটিকা মিছিল করে ২টি লেগুনাতে আগুন ধরিয়ে দেয়।
দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বরিশাল, সিরাজগঞ্জ, ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ঝিনাইদহে ৪টি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল সমর্থকরা।