দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পপ সুপারস্টার শাকিরা বার্সেলোনার একটি পার্কে হাঁটার সময় বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন। এই সময় তারসঙ্গে ৮ বছর বয়সী ছেলে মিলানও ছিল।
ইনস্টাগ্রাম স্টোরিতে আক্রমণের ঘটনার কথা জানিয়েছেন শাকিরা নিজেই। শাকিরা জানিয়েছেন, এক জোড়া বন্য শূকর আক্রমণ করেছিল তার ওপর। শূকর দুটি তার ব্যাগ ছিনিয়ে নিয়ে জঙ্গলে পালিয়ে গেছে। ব্যাগে মোবাইল ফোন এবং মূল্যবান জিনিসপত্রও ছিল।
সাম্প্রতিক সময় স্পেনে বন্য শূকরের হামলার ঘটনা বেড়ে গেছে। ২০১৬ সালে স্পেন পুলিশ ১১৮৭টি ফোন পেয়েছে এই ধরনের অভিযোগে।
উল্লেখ্য, যে কোনো পরিবেশেই বেঁচে থাকতে পারে এইসব বন্য শূকর। এমনকি মানুষের ফেলে দেওয়া ময়লা খেয়েও জীবনধারণ করতে পারে এই প্রাণীটি। নানা রকম রোগবালাই ছড়ায় এইসব বন্য শূকর। যে কারণে শহুরে এলাকায় এই বন্য প্রাণীর বিচরণ রুখতে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করে থাকে দেশটি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।