দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি নতুন কোনো দোকান কিংবা রেস্টুরেন্ট চালুর সময় উদ্বোধন বা ফিতা কাটার জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকে প্রধান অতিথি করা হয়। তবে উত্তর প্রদেশের একটি রেস্টুরেন্ট উদ্বোধনের সময় গরু আনা হয়েছে!
রেস্টুরেন্টটি উদ্বোধনের জন্য প্রধান অতিথি হিসেবে একটি গরু আনা হয়েছে। ওই গরুকে পূজা দেওয়া হয়, তারপর সেই গরু দিয়ে দোকানটি উদ্বোধন করা হয়েছে! ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানায় হিন্দুস্তান টাইম্স।
ওই প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি গরুকে সাজিয়ে রেস্টুরেন্টে নিয়ে আসা হয়েছে। প্রধান অতিথিকে শঙ্খ বাজিয়ে অভ্যর্থনাও জানানো হয়। তখন রেস্টুরেন্টের মালিক নিজ হাতে তাকে খাওয়ান।
কিছু মানুষকে এই সময় প্রধান অতিথিকে আলিঙ্গন করতেও দেখা যায়! জানা যায়, এই রেস্তোরাঁর মালিক লখনউয়ের সাবেক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট শৈলেন্দ্র সিং। তিনি বলেছেন, ‘আমাদের কৃষি এবং অর্থনীতি গরুর ওপরেই নির্ভরশীল। তাই আমরা গোমাতার সঙ্গেই আমাদের রেস্টুরেন্ট খুললাম। আমার রেস্টুরেন্টে পাওয়া সমস্ত খাবারই অর্গানিক।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।