দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত রবিবার আমেরিকার Southwest এয়ারলাইন্সের বিমান বোইং ৭৩৭-৭০০ ১২৪ জন যাত্রী এবং ৫ জন বিমান বালা নিয়ে ভুলক্রমে Carl-Taney বিমান বন্দরে অবতরণ করে। এতে ঐ বিমানের দুইজন পাইলট চাকরি হারিয়েছেন।
Southwest এয়ারলাইন্সের বিমান বোইং ৭৩৭-৭০০ এর অবতরণ করার কথা ছিল Branson বিমান বন্দরে। কিন্তু এটি অবতরণ করে Branson থেকে আরও ১১ মাইল দূরে Carl-Taney বিমান বন্দরে এতে যাত্রীরা দুর্ভগে পড়েন। বিমানে সর্ব মোট ১২৪ জন যাত্রী ছিলেন যাদের মাঝে সবাই সুস্থ আছেন তবে এসব যাত্রী নিজ গন্তব্যে যেতে বিলম্ব হয়েছে।
বর্তমান যুগে ভুল বিমান বন্দরে বিমান অবতরণের ঘটনা তেমন একটা ঘটেনা। কারণ এখন চালকদের ককপিটে থাকে আধুনিক সব ব্যবস্থা। একই সাথে চালকদের বিমান বন্দরের এভিয়েশান থেকেও নানান সাহায্য করে থাকে। তবে কেন এই ভুল অবতরণ? এই বিষয়ে তদন্ত চলছে তবে এরই মাঝে বিমানটির দুজন পাইলটকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
বোইং ৭৩৭-৭০০ ১২৪ বিমানের ১২৪ জন যাত্রীকে Carl-Taney বিমান বন্দর কর্তৃপক্ষ ভুল যায়গায় অবতরণ করার পরেই অন্য আরেকটি বিমানে করে Branson বিমান বন্দরে পাঠানোর ব্যবস্থা করে।
আমেরিকাতে এখন পর্যন্ত ২০১৩ সাল থেকে এটি যেকোনো বিমানের ক্ষেত্রে দ্বিতীয় ভুল অবতরণ। মার্কিন Federal Aviation Administration (FAA) পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঐ দুই পাইলট কোন রকম বিমান নিয়ে আকাশে উড়তে পারবেন না।
সূত্রঃ দি টেক জার্নাল