দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ১১ আগস্ট ২০১৪ খৃস্টাব্দ, ২৭ শ্রাবণ ১৪২১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
ছবিটির দৃশ্য গ্রামের। এমন আাঁক-বাঁকা মেঠো পথ দেখতে সুন্দর লাগে। গ্রামের সহজ-সরল মানুষগুলো এভাবেই চলাফেরা করেন মাটির রাস্তায়। কখনও হাট-বাজারে কেনা-কাটা আবার কখনও ফেরি করে জীবিকা নির্বাহ, সবই করতে হয়। এ এক প্রাকৃতিক সৌন্দর্য্য ও বাস্তবতা।
তাদের জন্য আমাদের শহরের মতো পিচঢালা পাকা রাস্তা নেই। তাদের এভাবেই চলতে হয়। বর্ষা এলে এসব রাস্তা পাক-কাঁদায় একাকার হয়ে যায়। কিন্তু তাতে কি, গ্রামের মানুষদের পথচলার কোনো শেষ নেই। এমন একটি সুন্দর ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।
ছবি: flickr.com এর সৌজন্যে।