দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৯০ বছরের এক ভারতীয় দম্পতি সেঞ্চুরি করতে চান। তাদের সন্তান-সন্ততি, নাতি-নাতনিরাও এমনটাই আশা করছেন।
আর মাত্র ১০ বছর। তারপর সেঞ্চুরী হবে ভারতীয় বংশদ্ভুত এক দম্পতির। সে আশায় এখন তারা দিন গুণছেন। আবার তাদের সন্তান সন্ততি ও নাতি-নাতনিরাও চান তারা সেঞ্চুরী করুন। যদিও এখনও ১০ বছর দু’জনকে বেচে থাকতে হবে। তাই বিষয়টি এখনও নিশ্চিত নয়।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ভারতীয় বংশোদ্ভূত এই দম্পতি হলেন করমচাঁদ ও কারতারি। এই দম্পতির মধ্যে করম চাঁদের বয়স ১০৯ ও কারতারির বয়স এখন ১০২ বৎসর।
এই ভারতীয় দম্পতি দীর্ঘদিন ধরেই বসবাস করছেন যুক্তরাজ্যে। গত রবিবার যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ডের তাদের নিজ বাসভবনে তারা যৌথভাবে জন্মদিনও পালন করেন। এই দম্পতি দাবি করেছেন যে, বর্তমানে তারাই বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতি।
উল্লেখ্য, ১৯২৫ সালে করমচাঁদ এবং কারতারি দম্পতির বিয়ে হয়। ১৯৬৫ সালে তারা পাঞ্জাব হতে যুক্তরাজ্যে আসেন। করমচাঁদ এবং কারতারি দম্পতির ছেলে-মেয়ের সংখ্যা ৮ এবং নাতি-নাতনির সংখ্যা ২৭।