দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনার ডিম পাড়া হাসের কাহিনী আমরা পড়েছি, তবে মানুষের পেট থেকে সোনার ডিম বের হতে পারে তা কখনও শুনিনি। এবার ‘সোনার ডিম’ বের হলো হাজতী আসামির পেট থেকে!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সোনা চোরাচালান মামলায় পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আরিফ উল্লাহ মুন্সী নামে এক ব্যক্তিকে আদালতে এনেছিল পুলিশ। আদালত তার রিমান্ডের আদেশও দেয়। কিন্তু তার আগেই বেরিয়ে পড়লো ‘প্রমাণ’।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় টয়লেটে আরিফের মলের সঙ্গে বেরিয়ে আসে ৪টি সোনার বার। বিকালে ঘটনাটি ঘটার পর হাজতখানায় কর্তব্যরত পুলিশ সদস্যদের মধ্যে হাসাহাসির ধুম পড়ে যায়। তারা বলেন, ‘আসামি সোনার ডিম পেড়েছে’!
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামের আরিফ মুন্সীকে (৩৬) গত রবিবার শাহজালাল বিমানবন্দর হতে গ্রেফতার করা হয়। সোনা চোরাচালানের ঘটনায় আরিফ মুন্সীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাও করা হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তা সোমবার আরিফ মুন্সীকে ঢাকার হাকিম আদালতে নিয়ে আসেন।