দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমানে ওঠার সময় কোনওভাবেই মদের বোতল সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। এই শুনেই এক মহিলা ঘটালেন এক আজব কাণ্ড। তিনি গো গ্রাসে গিলে ফেললেন বোতলের পুরো মদ!
নিরাপত্তা কর্মীদের বাঁধার মুখে বোতলটিকে ছেড়ে না দিয়ে, বিমানবন্দরের মধ্যে দাঁড়িয়েই পুরো বোতলের মদ খেয়ে ফেললেন ওই চীনা মহিলা!
আজব এই ঘটনাটি ঘটেছে চীনের বেইজিংয়ে। সেখানকার বিমানবন্দরে এমন ঘটনা ঘটিয়ে কিছুক্ষণ পরই নেশায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। যদিও সেই অবস্থাতেই বিমানে চড়তে নাছোড়বান্দা। কিন্তু তাকে বিমানে চড়তে দেইনি নিরাপত্তাকর্মীরা।
জানা গেছে, ওই চীনা মহিলার নাম ঝাও। ওই মদের বোতলটি তিনি কিনেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র হতে। বেইজিং হয়ে বিমানে ওয়েনঝাও যাওয়ার পরিকল্পনা ছিল ঝাও এর। নিরাপত্তাকর্মীদের মদের বোতল নিয়ে বিমানে উঠতে আপত্তি করাতেই তা ফেলে না দিয়ে খেয়ে ফেলেন ঝাও!
উল্লেখ্য, নেশার ঘোরে খানিকটা চেঁচামেচি করার পর অচৈতন্য হয়ে যান ঝাও। প্রায় ৭ ঘণ্টা পর তার ঘুম ভাঙে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা এসে মাতাল ঝাওকে বাড়ি নিয়ে যান। তবে ঘুম ভেঙে বিমানবন্দরের কর্মীদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি!