দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল (শনিবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালীন নিরাপত্তা ভেঙ্গে মাশরাফির এক ভক্ত মাঠে নেমে পড়েন। দেখুন সেই ভিডিওটি।
![খেলা চলাকালীন নিরাপত্তা ভেঙ্গে মাঠে মাশরাফি ভক্তের কাণ্ড দেখুন [ভিডিও] 1 one-of-fans-and-cricket-ground](https://thedhakatimes.com/wp-content/uploads/2016/10/One-of-fans-and-cricket-ground-600x338.jpg)
মেসি কিংবা রোনালদোর আগমন হলে যেমনটি অনেক সময় হয়ে থাকে ঠিক তেমনই ঘটনা ঘটেছিল গতকাল (শনিবার) আফদানিস্তান ও বাংলাদেশ ক্রিকেটের তৃতীয় ম্যাচে। নিরাপত্তা বেষ্টুনি ভেদ করে হঠাৎ করেই মাশরাফির এক ভক্ত মাঠের মধ্যে চলে আসেন। খেলা চলাকালীন সময়ে বাংলাদেশের কোনো স্টেডিয়ামে এমন ঘটনা এটিই প্রথম। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অবশ্য তাকে বুকে জড়িয়ে ধরেন। এ সময় নিরাপত্তা কর্মীরা ছুটে এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাত নেড়ে নিরাপত্তা কর্মীদের থামিয়ে ভক্তকে শান্ত করে মাঠের বাইরে পাঠিয়ে দেন। তখন ২৮ দশমিক ২ ওভারের খেলা চলছিল। বল করছিলেন পেসার তাসকিন আহমেদ। ঠিক সে সময় মাঠে ঢোকেন ওই ভক্ত। পরে নিরাপত্তাকর্মীরা ওই ভক্তকে মাঠ হতে বাইরে নিয়ে যান। এসময় খেলা কিছু সময়ের জন্য বন্ধ ছিল।
দেখুন সেই ভিডিওটি
https://www.youtube.com/watch?v=-NgtpkPJoCg