দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বনামধন্য হলিউড অভিনেতা ব্র্যাড পিট আর সুন্দরী অভিনেত্রী এঞ্জেলিনা জোলিকে কে না চেনে। এই তারকা যুগলের যে কোন নিউজই সাধারণ দর্শক এবং তাদের ভক্তদের কাছে বিশেষ কিছু হিসেবেই ধরা দেয়, হোক সেটা জন্মদিনে উপহার দেওয়া নিতান্তই এক অন্তর্বাস। হ্যাঁ, আপনারা ভুল শুনছেন না। এবার এঞ্জেলিনা জোলির আটত্রিশ তম জন্মদিনে ব্র্যাড পিট তার প্রেয়সীকে উপহার দিয়েছেন অন্তর্বাস।
গত ৪ জুন জোলির জন্মদিন ছিল। জন্মদিনে ব্র্যাড পিট তিন হাজার পাউন্ড মূল্যমানের (বাংলাদেশী মূল্যে প্রায় ৩ লাখ ৬৪ হাজার টাকা) অন্তর্বাস এবং পোষাক উপহার দেন। যদিও ক্যান্সার এড়াতে নিজের স্তন বির্সজন দিয়েছেন জোলি, তারপরও ব্র্যাডের তরফ থেকে এই ছিলো তার জন্মদিনের উপহার।
জোলির মা এবং তার নানী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ডাক্তার বলেছিল জোলিও স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তাই এঞ্জেলিনা জোলি স্তন ক্যান্সার প্রতিরোধের জন্য সর্বোচ্চ সতর্কতার জন্য ম্যাসাক্টোমি (স্তন অপসারন) করিয়েছেন।
এঞ্জেলিনা জোলি তার সার্জারির অসুস্থতা কাটিয়ে ওঠার পর ব্র্যাড পিট যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ব্র্যাড পিট এর অভিনীত হরর মুভি World War Z প্রিমিয়ার উপলক্ষ্যে তাঁরা প্যারিসে ছিলেন এবং সেখানে জোলির জন্মদিনের উৎসব পালন করা হয়। সেখানে তারা একে অপরের হাত সারাক্ষণ এমনভাবে জড়িয়ে রেখেছিলেন দেখে মনে হবে তারা সদ্যই প্রেমে পড়া টিনেজ কোন যুগল।
সান পত্রিকা থেকে জানা যায়, জোলির জন্মদিনে ব্র্যাড পিট ফরাসি ডিজাইনার হেইদি স্লিমানের ডিজাইন করা নতুন ড্রেস উপহার দেন তাকে এবং পোশাক পেয়ে জোলিও আবেগতাড়িত হয়ে পড়েন। জোলি জানান, তিনি এই গ্রীষ্মেই ব্র্যাডের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
জানা যায়, গত বছর ব্র্যাড পিটের জন্মদিনের শুভেচ্ছা হিসেবে একটি জলপ্রপাত উপহার দিয়েছিলেন এঞ্জেলিনা জোলি। এর পূর্বে ক্যালিফোর্নিয়ার একটি গ্রামে এই জলপ্রপাতসহ আশপাশের জমি বিক্রির জন্য নিলামে উঠলে তা কিনে নিয়েছিলেন এই অভিনেত্রী এবং পরে সেটাই তিনি উপহার দিয়েছিলেন পিটকে।
এই দম্পতির এরকম অদ্ভুতুড়ে জন্মদিনের উপহার তাদের অন্তর্গত প্রেমের নিদর্শন এবং গ্রীষ্মে তাদের বিবাহ বন্ধন সাফল্যমন্ডিত হবে সেটা আশা করা যায়।
তথ্যসূত্রঃ এনডিটিভি