দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক বাক বিতণ্ডার পর মতি ফিরে আসা উত্তর কোরিয়া এখন বেশ জোরে-সোরেই তাদের পরমাণু কেন্দ্র ধ্বংসের কাজে হাত দিয়েছে। উত্তর কোরিয়া বলেছে মে মাসেই প্রধান পরমাণু কেন্দ্র ধ্বংস করবে!
মে মাসের মধ্যেই নিজেদের প্রধান পরমাণু পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস করবে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং-এর পক্ষ হতে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিউল। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের দফতর ব্লু হাউজ জানিয়েছে, এই প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরীয় বিশেষজ্ঞ, এমনকি বিদেশী গণমাধ্যমকেও আমন্ত্রণ জানাবে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে মে মাসেই উত্তর কোরীয় সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঐতিহাসিক আন্তঃকোরীয় সম্মেলনে দক্ষিণ ও উত্তরের শীর্ষ দুই নেতার হৃদ্যতাপূর্ণ সাক্ষাতের রেশ লেগেছে দুই কোরিয়ার নাগরিকদের মধ্যেও। শুক্রবারের সম্মেলনে ভোজপর্বে পরিবেশন করা উত্তর কোরিয়ার বিখ্যাত ঠাণ্ডা নুডুলসের জয়জয়কার এখন দক্ষিণ কোরিয়ার সব স্থানেই। এই খাবারের স্বাদ নিতে দক্ষিণ কোরীয়রা এখন ভিড় করছেন স্থানীয় খাবারের দোকানগুলোতে। তাদের প্রত্যাশা খুব শীঘ্রই দুই কোরিয়া আবার একত্রিত হচ্ছে।