দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৭ মে ২০১৮ খৃস্টাব্দ, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ১০ রমজান ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
চঞ্চল প্রকৃতির পাখি হলো টুনটুনি পাখি। তাই এই পাখিকে আমরা অস্থির পাখি হিসেবে চিনে থাকি। কোথাও বসে থাকার সময় নেই তার।
সারাদিন ওড়াওড়ি করতেই থাকে এই টুনটুনি পাখি। যেহেতু খুব ছোট সাইজের এই পাখি, তাই চঞ্চলতাও যেনো যায় না। এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে শুধু ফুড়ুত ফুড়ুত করে আসা-যাওয়া করতেই থাকে।
টুনটুটি সারাক্ষণ লতাগুলোর ফাঁক-ফোকরে লাফিয়ে বেড়ায়। এই পাখি নিয়ে তাই কবি-সাহিত্যিকরাও ছোটদের গল্প-কবিতা লিখেছেন।
টুনটুনি পাখির দেখা মেলে ঝোঁপঝাঁড়ে বা বনে জঙ্গলে। ছোট গাছ কিংবা মাঝারি গাছে বাসা বাঁধে এরা। ছোট এই পাখিটা খুব চালাক প্রকৃতির পাখি। চোখের পলকেই উড়ে যায় এরা। দুর হতে দেখলে মনে হয় যেনো তার লেজটা খসে পড়ছে। চঞ্চল এই পাখিটি আমাদের গ্রাম-বাংলার এক ঐতিহ্য। আজকের সকালে এমন সুন্দর পাখির একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ।
ছবি: http://birdhabitat.site এর সৌজন্যে।