দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উল্টোপথে আসা জাতীয় পতাকাবাহী একটি প্রাইভেট কারকে ফিরিয়ে দিলেন একজন পুলিশ কর্মকর্তা! সম্প্রতি ফেসবুকে এর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ওই পুলিশ কর্মকর্তার প্রসংশা করেছেন সবাই।
রাজধানী ঢাকার রাস্তায় প্রায়ই চোখে পড়ে উল্টাপথে গাড়ি চালিয়ে আসতে। ইতিপূর্বে উল্টোপথে আসার জন্য একজন খ্যাতিমান সাংবাদিককে বাধা দেওয়া হয়। যার ভিডিও পরে ভাইরাল হয়ে যায়। এছাড়াও মাঝে-মধ্যেই মন্ত্রী, পুলিশ অফিসারদের বেশি এই কাজ করতে দেখা যায়। ট্রাফিক পুলিশও সব সময় তাদের প্রতি একটু ‘উদার’ মনোভাব দেখিয়ে থাকেন। তবে এই ট্রাফিক পুলিশ কর্মকর্তা অন্যদের চেয়ে একটু ভিন্ন। উল্টোপথে আসা জাতীয় পতাকাবাহী একটি গাড়িকে মাঝ রাস্তায় থামিয়ে দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ওই গাড়িটির পেছন পেছন আরেকটি গাড়িও উল্টাপথে আসছিল। এই পুলিশ কর্মকর্তা দুটি গাড়িকেই ফিরিয়ে দেন। প্রত্যক্ষদর্শী একজন এই দৃশ্য ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি দেখে অনেকেই পুলিশ কর্মকর্তার ‘সাহসিকতার’ প্রসংশা করেছেন।
ফেসবুকে মন্তব্য করে একজন লিখেছেন, ‘সব পুলিশ অফিসার যদি এমন হতো, তাহলে সত্যিই দেশটা ডিজিটাল হয়ে যেতো।’
এই ভিডিওটি রাজধানী ঢাকার একটি রাস্তার এটা বোঝা গেলেও ভিডিওটি কবে করা হয়েছে, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, রাজধানীর সীমাহীন যানজটের মধ্যে উল্টোপথে গাড়ি চালানোর কারণে মাঝেমধ্যেই আরও বেশি ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। উল্টোপথে আসা রোধ করতে ঢাকা ট্রাফিক পুলিশ মাঝে উল্টো পিন ব্যবহার করতেন। যাতে উল্টো দিক থেকে কোনো গাড়ি এলেই চাকা পাঞ্চার হয়ে যায়। কিন্তু সেগুলো এখন আর দেখা যায় না।
দেখুন সেই ভিডিওটি