দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন। সোনিয়া গান্ধীও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
ওই বৈঠকের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সবাই রাজা। আমরা সবাই সবার জন্য। সংসদের ভেতরে যদি সমস্ত বিরোধী দল এক হয়ে লড়তে পারে, তাহলে বাইরেই বা পারবে না কেনো? সবাই মিলে কীভাবে একসঙ্গে লড়াই করা যায় তা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।
কংগ্রেস সূত্র বলেছে, রাজনৈতিক আলোচনা দলীয় সভাপতির সঙ্গেই করতে হবে, সেই ইঙ্গিত দেওয়া হয়েছিল মমতাকে। এই বিষয়টির দিকে জোর দিয়েছিলেন সোনিয়া গান্ধীও।
অপরদিকে তৃণমূল সূত্র বলেছে, সোনিয়ার সঙ্গেই দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাহুল উপস্থিত ছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি সোনিয়াজির সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম। সেখানে রাহুলও ছিলেন। সোনিয়াজির সঙ্গে আমার সম্পর্ক খুব পুরনো।