The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের দাফন আজ

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য এই সাংবাদিক গোলাম সারওয়ার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের দাফন আজ। তাঁর মরদেহ আজ সকাল ৯টায় তার কর্মস্থল সমকাল কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সহকর্মীদের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে পার্শ্ববর্তী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।

বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের দাফন আজ 1

এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বেলা ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে।

প্রেসক্লাবে সাংবাদিকরা তাদের অভিভাবকের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বাদ জোহর অনুষ্ঠিত হবে আরেকটি জানাজা। তারপর বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য এই সাংবাদিক গোলাম সারওয়ার।

গতকাল দুপুরে হেলিকপ্টারযোগে গোলাম সারওয়ারের মরদেহ তাঁর নিজ গ্রাম বরিশালের বানারীপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে তাঁকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, নিউমোনিয়া এবং ফুসফুসের সংক্রমণ ঘটার পর ২৯ জুলাই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারকে। অবস্থার অবনতি হলে ৭৫ বছর বয়সী বরেণ্য এই সাংবাদিককে ৩ আগস্ট সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোলাম সারওয়ার। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহ দেশে আনা হয়।

Loading...