দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তি দিনকে দিন এগিয়ে চলেছে লাগামহীন ঘোড়ার গতিতে। ‘আইপ্যাডে মেইলবক্স’ ব্যবহারকারীদের এগিয়ে নিবে আরেক ধাপ।
চলতি বছরের গোড়ায় যাত্রা শুরু করেই আইফোনপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়তা পায় ই-মেইল অ্যাপ ‘মেইলবক্স’, সেই থেকে আইপ্যাড ব্যবহারকারীরাও মেইলবক্সের অপেক্ষায় ছিল। এবার বুঝি প্রহর গোনা শেষ হচ্ছে, আইপ্যাডের জন্য নতুন অ্যাপ চালু করছে মেইলবক্স।
মেইলবক্সের আইফোন অ্যাপ্লিকেশনের প্রধান প্রধান সুবিধাগুলোর প্রায় সবই থাকছে নতুন এ অ্যাপ্লিকেশনে। এতে ব্যবহারকারীরা তাদের ইচ্ছামতো মেসেজগুলোকে ডানে-বামে সরানো, মুছে ফেলা, সংগ্রহ করাসহ ‘টুডু’ তালিকায় যুক্ত করতে পারবে। সেই সব সুবিধা পাবে ব্যবহারকারীরা।
সূত্র : ইন্টারনেট