দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাঝে মধ্যেই ব্যতিক্রমি বা বিতর্কিত কিছু বক্তব্য রাখেন ভারতের ইয়োগা গুরু বাবা রামদেব। তিনি এবার মুসলিম সম্পর্কে এক বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ‘ভারতের ৯৯ শতাংশ মুসলিমই হলো ধর্মান্তরিত’। ভারতের বিখ্যাত ইয়োগা গুরু বাবা রামদেব বলেছেন যে, শুধু হিন্দুরা কেনো, রাম মন্দিরের জন্য খুশি হওয়া উচিৎ মুসলিমদেরও। এমন একটি মন্তব্য করেছেন ভারতের এই বিখ্যাত ইয়োগা গুরু বাবা রামদেব। সেইসঙ্গে তিনি আরও বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে ভারতের ৯৯ শতাংশ মুসলিম হলো আসলে ধর্মান্তরিত।’
মাঝে মধ্যেই ব্যতিক্রমি বা বিতর্কিত কিছু বক্তব্য রাখেন ভারতের ইয়োগা গুরু বাবা রামদেব। তিনি এবার মুসলিম সম্পর্কে এক বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ‘ভারতের ৯৯ শতাংশ মুসলিমই হলো ধর্মান্তরিত’। ভারতের বিখ্যাত ইয়োগা গুরু বাবা রামদেব বলেছেন যে, শুধু হিন্দুরা কেনো, রাম মন্দিরের জন্য খুশি হওয়া উচিৎ মুসলিমদেরও। এমন একটি মন্তব্য করেছেন ভারতের এই বিখ্যাত ইয়োগা গুরু বাবা রামদেব। সেইসঙ্গে তিনি আরও বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে ভারতের ৯৯ শতাংশ মুসলিম হলো আসলে ধর্মান্তরিত।’
অযোধ্যা মামলার রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদেব আরও বলেন, অযোধ্যার অর্থই ‘অজেয়’ তাই ওই স্থানে রাম মন্দির হবে এটিই স্বাভাবিক ঘটনা।
অযোধ্যার রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রামদেব আরও বলেন, ‘ভারতে তো সর্বত্র ভগবান বিরাজ করে। খ্রিষ্টানদের যেমন পবিত্র ভ্যাটিকানের ক্যাথলিক চার্চ রয়েছে। শিখদের অকাল তখত্ রয়েছে। মুসলিমদের আছে মক্কা। তেমনই হিন্দুদের পবিত্রতম মন্দির হিসাবে গড়ে উঠবে অযোধ্যার এই রামমন্দির।’
তাছাড়া ভারতীয় এই ইয়োগা গুরু রাম মন্দির গড়ার ক্ষেত্রে দেশের মুসলিম সম্প্রদায়কেও এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
রামদেব বলেন, ‘হতে পারে মুসলিমদের ধর্ম আলাদা তবে আমাদের পূর্বপুরুষরা তো একই ছিল। সেই জন্যেই ভগবান রাম একজন হিন্দুর কাছে যেমন পুজ্য, ঠিক একই ভাবেই একজন মুসলিমের কাছেও তিনি আদর্শ। এ দেশের অধিকাংশ মুসলিমই তো ধর্মান্তরিত মুসলিম। তাই এ দেশের মুসলিম ভাইদের সঙ্গে আমার ৯৯% ডিএনএ মিলে যাবে।’
রাম মন্দির কেমন হতে পারে এমন এক প্রশ্নের উত্তরে রামদেব জানিয়েছেন, ‘দেশের সমস্ত সাংস্কৃতিক, ঐতিহ্য, ইতিহাস ফুটে উঠবে এই মন্দিরের স্থাপত্যের মধ্যে। এই মন্দিরের স্থাপত্য, ভাস্কর্য, পরিকাঠামো হার মানাবে দেশ বিদেশে বহু মন্দির, মসজিদ, গির্জার স্থাপত্যকে।’