দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোন ধরনের কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্র। সব কিছু ঠিক ঠাক থাকলে এই চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ২৭ ডিসেম্বর।
নিয়ামুল মুক্তার গল্পে ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন তাসনিমুল তাজ। এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া এবং আসাদুজ্জামান আবীর।
ইতিপূর্বে চিলেকোঠার ইউটিউব চ্যানেলে এই চলচ্চিত্রটির এক মিনিট ১৮ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়। টিজারে গল্পের গভীরতা কিছুটা ইঙ্গিতও দেওয়া হয়েছে। ওই টিজারে দেখানো হয়েছে মানব-মানবীর চিরায়ত সম্পর্কের নাটকীয়তা।
চলচ্চিত্রটি সম্পর্কে পরিচালক নিয়ামুল মুক্তা বলেছেন, ‘আমাদের স্বপ্নের সিনেমা হলো এই কাঠবিড়ালী। এতে যারা কাজ করেছেন, সবাই সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন। শীঘ্রই দর্শকের কাছে নিয়ে আসবো কাঠবিড়ালী।’
এই সিনেমাতে অর্চিতা স্পর্শিয়া এবং আসাদুজ্জামান আবীর ছাড়াও আরও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে সেতু, তানজিনা রহমান প্রমুখ ব্যক্তিবর্গ।