দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মিসরের ধর্ম মন্ত্রণালয় শনিবার হতে সব মসজিদ, গির্জা ও ধর্মীয় প্রার্থনা সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে মসজিদের মাইকে আজান প্রচার অব্যাহত থাকবে।
আগামী দুই সপ্তাহ পর্যন্ত অন্তত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে রয়টর্সের এক খবরে বলা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রার্থনা এবং ধর্মীয় অনুষ্ঠানের বড় জমায়েত এড়িয়ে চলতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারণ এতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ হতে শুরু হয়ে আগামী দুই সপ্তাহ যা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।
মুসল্লিদের বাড়িতেই নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ হতে। নির্দেশনায় কপটিক অর্থোডক্স গির্জা জানিয়েছে, তারা সব গির্জা বন্ধ এবং ধর্মীয় অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
মিসরে এ পর্যন্ত ২৯৪ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ১০ ব্যক্তি।