The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার সন্ধান পাওয়া গেছে দ্বিতীয় পৃথিবীর!

নাসার বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবী থেকে ৩০০ আলোকবর্ষ দূরে রয়েছে ওই গ্রহটি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাসা এবার দ্বিতীয় পৃথিবীর সন্ধান পেয়েছে। সারাবিশ্ব যখন করোনা মহামারী নিয়ে চিন্তিত ঠিক তখন এমন একটি সংবাদ দিয়েছে বিজ্ঞানীরা। তারা দাবি করেছেন নতুন এই গ্রহটি আকারে নাকি একেবারে পৃথিবীর মতোই দেখতে!

এবার সন্ধান পাওয়া গেছে দ্বিতীয় পৃথিবীর! 1

নাসার বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবী থেকে ৩০০ আলোকবর্ষ দূরে রয়েছে ওই গ্রহটি। নাসার কেপলার টেলিস্কোপের সাহায্যে যেসব গ্রহের অবস্থান এখন পর্যন্ত জানা সম্ভব হয়েছে তার মধ্যে পৃথিবীর সঙ্গে সবথেকে বেশি মিল পাওয়া গেছে এই গ্রহটির। এটি পৃথিবী হতে মাত্র ১.০৬ গুণ বড়। পৃথিবীতে যতোটা সূর্যের আলো পৌঁছায়, নতুন এই গ্রহে তার নক্ষত্র হতে সেই আলোর ৭৫ ভাগ আলো পৌঁছায় সেখানে।

মহাকাশবিদরা জানিয়েছেন যে, এই গ্রহে রয়েছে হ্যাবিটেবল জোন। হ্যাবিটেবল জোন হলো পাথুরে গ্রহের সেই অংশ যেখানে পানি ধারণের ক্ষমতা রয়েছে।

নাসার সায়েন্স মিশনের ডিরেক্টরেট অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর থমাস জারবিউকেন এই বিষয়ে বলেন, এই আবিষ্কারে এই ফায়সালায় আসা যাচ্ছে যে, তারাদের ভিড়ে লুকিয়ে রয়েছে আর এক দ্বিতীয় পৃথিবী!

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

Loading...