দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শরবতের বা অন্য আইটেমের সঙ্গে আইনক্রীম হলে তবে মন্দ হয় না। আমাদের আজকের তেমনই একটি আইটেম মিল্কশেক উইথ ভ্যানিলা আইসক্রীম।
উপকরণঃ
প্রণালী:
প্রথমে দুধ, কলা ও চিনি একসঙ্গে ব্লেন্ডারে ফেটিয়ে নিন। ভালো করে ফেটানো হলে এরপর সুন্দর গ্লাসে ঢালুন এবং ওপর থেকে আইসক্রীম ঢেলে চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
রেসিপি লিখেছেন: মোঃ শাহাদাত হোসেন, স্পেকট্রা কনভেনশন সেন্টার, ঢাকা।