দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইফোনের পরবর্তী সংস্করণে বায়োমেট্রিক স্ক্যানার সুবিধা যুক্ত হচ্ছে- এমন আলোচনা শোনা যাচ্ছে প্রযুক্তিবিশ্বে।
সম্প্রতি বাজারে আসা ‘আইওএস৭-এর পরীক্ষামূলক সংস্করণে বায়োমেট্রিক স্ক্যানার কাজ করে এমন কোডের অস্তিত্ব দেখে বিশ্লেষকরা এ ধারণা করছেন। আগামী মাসে (সেপ্টেম্বরে) আইফোনের নতুন সংস্করণ বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
বায়োমেট্রিক স্ক্যানার সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়বে। এই সুবিধা পেতে ব্যবহারকারীকে প্রথমে আঙুলের ছাপ স্ক্যান করে সংরক্ষণ করতে হবে। পরে আঙুলের ছাপ মিলিয়ে চালু হবে ফোন।
আইপ্যাডেও এ সুবিধা যুক্ত হবে বলে ধারণা করছেন অনেকে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ। তারা বিষয়টি নিয়ে এখনও মুখ খুলছেন না। তবে প্রযুক্তিবিশ্বের বিশেষজ্ঞদের ধারনা আইফোন তাদের পরবর্তী সংস্করণে বায়োমেট্রিক স্ক্যানার সুবিধা যুক্ত করবে। তথ্যসূত্র : সিএনএন।